রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে। যা সব দলের অনুসরণ করা উচিত।
শনিবার (২ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে জামায়াত আমিরকে নিয়ে দেওয়া স্ট্যাটাসে শফিকুল আলম এসব কথা বলেন। স্ট্যাটাসে তিনি জামায়াত আমিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
তিনি লেখেন, ‘হার্ট সার্জারির পর বিশেষ করে শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং সালাত ও দোয়ায় তার জন্য প্রার্থনা করছি।’
তিনি আরও লিখেছেন, এই গভীর অনিশ্চয়তার সময়ে তার শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে যুক্ত হওয়ার সদিচ্ছা বিশেষভাবে লক্ষণীয়। তার নেতৃত্বে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং সততার জন্য সুনাম বজায় রেখেছে। যা সব দলেরই অনুসরণ করা উচিত।
‘তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন— এই প্রার্থনাই করছি। তার জন্য শান্তি ও মানসিক শক্তি কামনা করছি। ইনশাআল্লাহ।’