Tuesday, August 5, 2025

গভীর রাতে জুলাই সনদ নিয়ে উপদেষ্টা মাহফুজের পোস্ট, জানা গেল কবে ঘোষণা

আরও পড়ুন

আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষিত হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম। শুক্রবার (১ আগস্ট) রাত ১২টা ১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।’

অন্যদিকে শিগগিরই যে জুলাই ঘোষণাপত্র আসছে, ফেসবুকে দেয়া পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সেটি নিশ্চিত করেছেন। শুক্রবার রাত ১২টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লিখেছেন- ‘জুলাই ঘোষণাপত্র আসছে…।’

আরও পড়ুনঃ  জামায়াত ইসলামী কে নিয়ে যে মন্তব্য করলেন প্রেস সচিব

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে গত বছরের ৮ আগস্ট দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। যার মূল ম্যান্ডেট- রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করা। এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে বিবেচিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ