Tuesday, August 5, 2025

সেদিন ঢাকা থেকে দুটি ফোন যায় দিল্লিতে, সামনে এলো সেই কথোপকথন 

আরও পড়ুন

ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিন বেলা আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টারে গণভবন থেকে হাসিনা ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। হাসিনার পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা আগে ঢাকা থেকে দুটি ফোন যায় দিল্লিতে। সেই কথোপকথনের তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে জানায়, ৫ অগাস্ট বেলা ১২টার পর প্রায় একই সময় নাগাদ ঢাকা থেকে দিল্লিতে পরপর দুটো ফোন আসে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর নিজেই পরে পার্লামেন্টে দাঁড়িয়ে যে তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  আপ বাংলাদেশের নেতাকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

প্রথম ফোনটা এসেছিল খোদ শেখ হাসিনার কার্যালয় থেকে, কথা বলেছিলেন বাংলাদেশের হাসিনা নিজেই। জয়শংকর অবশ্য বলেননি কার কাছে ফোন করেছিলেন, তবে প্রোটোকল বলে এই ধরনের পরিস্থিতিতে সাধারণত দুই প্রধানমন্ত্রীর মধ্যেই কথা হয়ে থাকে।

ভারত ততক্ষণে জেনে গেছে, দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এরপরই দিল্লিতে টেলিফোন করে তিনি অনুরোধ করেন, তাকে ‘তখনকার মতো’ ভারতে আসার অনুমোদন দেওয়া হোক। সেই অনুরোধে সঙ্গে সঙ্গেই ইতিবাচক সাড়া দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা

দ্বিতীয় ফোনটা আসে একটু পরেই, বাংলাদেশের বিমানবাহিনীর কাছ থেকে দিল্লিতে ভারতের এয়ারফোর্স কমান্ডের কাছে। শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমান যাতে ভারতের নির্দিষ্ট কোনও বিমানঘাঁটিতে অবতরণ করার অনুমতি পায়, আনুষ্ঠানিকভাবে সেই ‘ক্লিয়ারেন্স’ চেয়ে করা হয় এই দ্বিতীয় ফোনটা। সেই অনুমতিও দেওয়া হয় সঙ্গে সঙ্গেই। এই দ্বিতীয় ফোনটার অবশ্য একটা বিশেষ ‘পটভূমি’ বা ‘ব্যাকগ্রাউন্ড’ আছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ