Wednesday, August 6, 2025

পিটার হাসের সঙ্গে কক্সবাজারে এনসিপির ৫ নেতার বৈঠকের গুঞ্জন

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পাঁচ নেতার বৈঠকের গুঞ্জন উঠেছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) কক্সবাজারের হোটেল রয়েল টিউলিপে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও এই হোটেলে অবস্থান করছেন বলে একটি সূত্রে জানা গেছে।

অবশ্য এনসিপির ওই নেতারা গণমাধ্যমে এই বৈঠকের খবর অস্বীকার করেছেন।

এনসিপির ওই পাঁচ নেতা হলেন— হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দীন পাটোয়ারী, ডা. তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ।

আরও পড়ুনঃ  পরপর ৮ বিয়ে, নবম বিয়ে করতে গিয়ে গ্রেফতার নারী

আজ মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ফ্লাইট নং-BG-433) এনসিপির নেতারা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নামেন। দুপুর ১২টা ৪০ মিনিটে তারা হোটেল রয়েল টিউলিপ উঠেন।

কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন জানিয়েছেন, এনসিপির নেতারা আজ রয়েল টিউলিপ হোটেলে উঠেছেন। সেখানে পিটার হাসের সাথে তাদের বৈঠক হয়েছে কিনা আমরা নিশ্চিত নই।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ